Home / সারাদেশ / চাঁদপুর ‘সাগরিকা এক্সপ্রেস’ ভেঙ্গে দিয়েছে সীমানা দেয়াল
Sagorika Train
ফাইল ছবি

চাঁদপুর ‘সাগরিকা এক্সপ্রেস’ ভেঙ্গে দিয়েছে সীমানা দেয়াল

চাঁদপুর থেকে ছেড়ে আসা ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনের সীমানা দেওয়াল ভেঙেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১৭ আগস্ট) রাত ৮টায় চট্টগ্রামে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, যাত্রীবাহী ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছার আগ মুহূর্তে ‘টিকেট ছাড়া’ ওঠা ক’জন যাত্রী ট্রেন ‘চালককে মারধরের’ চেষ্টা করে। এসময় চালক ট্রেনটি নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে স্টেশনের তিন নম্বর লাইনের সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিমানা দেওয়াল ভেঙে যায়।

তবে রেলের সংশ্লিষ্ট রেল চালকের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন যাত্রীসহ স্থানীয়রা।

তারা বলছেন, ‘অবৈধ যাত্রীদের সঙ্গে ট্রেন চালকের সমস্যা হওয়ার কথা নয়। তাদের সঙ্গে টিটির সঙ্গে ঝামেলা হতে পারে। এর আগেও চট্টগ্রাম রেলস্টেশনে এ ধরনের ঘটনা ঘটেছিল। ওইসব ঘটনা তদন্তে ট্রেন চালকের দায়িত্বহীনতাকেই দায়ী করা হয়েছিল।’

তবে তদন্ত ছাড়া ঘটনার প্রকৃত কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানের মনজুরুল আলম চৌধুরী।

তিনি বলেন, ঘটনার পর ট্রেন চালকের কাছে আমরা কারণ জানতে চেয়েছি। তিনি (চালক) বলেছেন নিয়ন্ত্রণ রাখতে পারেননি।

‘নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণে জানতে চাইলে চালক জানান টিকেট ছাড়া কিছু যাত্রীর হামলা চেষ্টার কারণে নিয়ন্ত্রণ রাখা যায়নি।’ তবে বিষয়টি তদন্ত করা হবে বলে জানান মনজুরুল আলম।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ১৭ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply