চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল বুধবার (১৭ আগস্ট) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিদায়ী প্যানেল চেয়ারম্যান আ. খালেক মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন মাস্টারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- পূর্ব সহদেবপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জাব্বার বাহার, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন মোল্লা, পালাখাল ছালেহিয়া আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, পালাখাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল খালেক দেওয়ান, প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ সভাপতি মো. বাবুল সর্দার, বিশিষ্ট সমাজসেবক শাহজালাল মিয়া, পালাখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাও. মিজানুর রহমান, পালাখাল সপ্রাবি’র প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসেন হিমেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অলি উল্যাহ প্রধান, সাধারণ সম্পাদক জুয়েল রানা ভুট্টো, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক মো. ইমাম হোসেন ইমন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইমাম হোসেন সোহাগ, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন- পালাখাল গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক মো. শাহজালাল মিয়া।