‘সরকারি কাজে বাধা ও সরকারি মালামাল নষ্ট করার’ মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ ২১ জনের বিরুদ্ধে বুধবার (১৭ আগস্ট) বেলা আড়াইটায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ মামুনুর রশিদ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার এজহারে জানা যায়, কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল কারাগারে বন্দি অবস্থায় মারা যাওয়ার ঘটনার প্রতিবাদে ২০১৩ সালের ১৯ অক্টোবর উপজেলা বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে।
এদিন উপজেলার ঘাগড়া এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে (১৯৭৪ সালের ১৬ এর ২ ধারায় বিশেষ ক্ষমতা আইনে) উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ ২১জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে মামলার অন্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
সরকারের পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাড. হেলাল উদ্দিন বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করে জানান, ‘মামলাটি এসসি ৩৫/১৪ নম্বরে নথিভূক্ত আছে। নাশকতার মামলায় দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি করছি।
এর আগেও উক্ত আদালত অন্য কয়েকটি মামলায় আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
এদিকে জানা যায়, এহসানুল হক মিলন দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ] প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া [/author] : আপডেট, বাংলাদেশ সময় ০৬:৫০ পিএম, ১৭ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur