ট্রাফিক পুলিশের সততায় হারিয়ে যাওয়া একটি দামী স্মার্টফোন ফিরে পেলো আনোয়ার হোসেন নামের এক সরকারি কর্মকর্তা।
জানা যায়, চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ভারপ্রাপ্ত সেরেস্তাদার আনোয়ার হোসেন আদালত থেকে বাসায় ফেরার পথে তার ব্যবহৃত প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন (স্যামসাং জে ফাইভ) হারিয়ে ফেলে।
ওই মোবাইল সেটটি কালী বাড়ি শপথ চত্বর মোড়ে কুড়িয়ে পান ট্রাফিক পুলিশের ডিউটিরত সার্জেন্ট মো. রফিক, এ টিএম আলী হোসেন ও কনস্টেবল নাসির। পরে আনোয়ার হোসেন তার মোবাইল নম্বরে কল দিলে তিনি তার মোবাইলের সন্ধান খুঁজে পান।
১৭ আগস্ট দুপুরে শপথ চত্বর পুলিশ বক্সে মোবাইল সেটের মালিক আনোয়ান হোসেনের কাছে তা’ ফিরিয়ে দেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur