Home / সারাদেশ / কুকুর লেলিয়ে ছাত্র হত্যায় ৫ জনের ফাঁসি
Dog
প্রতীকী ছবি

কুকুর লেলিয়ে ছাত্র হত্যায় ৫ জনের ফাঁসি

বাংলাদেশের চট্টগ্রামে চার বছর আগে কলেজ ছাত্র হিমাদ্রি মজুমদারের পেছনে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় পাঁচ আসামির সবাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আজ রোববার বিকেলের দিকে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, রিয়াদের বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।

এদের মধ্যে টিপু, সাজু ও ড্যানি কারাগারে আছেন । বাকি দুই আসামি পলাতক আছেন।

২০১২ সালের ২৭শে এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচ তলার ছাদে নিয়ে হিমাদ্রীক মজুমদারকে মারধরের পর কুকুর লেলিয়ে দেওয়া হয়। পরে তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২৩শে মে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী। হিমাদ্রী হত্যার ঘটনায় তাঁর মামা অসিত কুমার দে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩০শে অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
২০১৪ সালের ৩রা ফেব্রুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।(বিবিসি)

নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ৮:২২ পিএম,১৪ আগস্ট ২০১৬ রোববার
এইউ

Leave a Reply