Home / আন্তর্জাতিক / ‘ওবামা আইএসের প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতা হিলারি’
‘আইএসের প্রতিষ্ঠাতা ওবামা সহ-প্রতিষ্ঠাতা হিলারি’

‘ওবামা আইএসের প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতা হিলারি’

এবার প্রেসিডেন্ট বারাক ওবামাকে আইএস প্রতিষ্ঠাতা বলে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী৷ তার কথায়, ওবামা আইএসের প্রতিষ্ঠাতা, আর সহ প্রতিষ্ঠাতা হিলারি৷

কয়েকদিন আগে হিলারি ক্লিনটনকে ইসলামিক স্টেটের (আইএস) প্রতিষ্ঠাতা বলে আক্রমণ শানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷

বুধবার ফ্লোরিডার সানরাইজে এক নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেন, ‘ইসলামিক স্টেট (আইএস) প্রেসিডেন্ট বারাক ওবামাকে সম্মান করে। তিনি আইএস-এর প্রতিষ্ঠাতা। তিনিই আইএস-এর জন্ম দিয়েছেন আর তার সহ-প্রতিষ্ঠাতা হিলারি ক্লিনটন৷’

প্রসঙ্গত, গত সপ্তাহে ফ্লোরিডাতেই তার প্রতিদ্বন্দ্বী তথা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘আইএস-এর প্রতিষ্ঠাতা হিসেবে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর তাদের কাছ থেকে একটি পুরস্কার প্রাপ্য৷’

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের ইরাক আগ্রাসনের পরিপ্রেক্ষিতেই আইএস গড়ে ওঠে। মূলত আল-কায়েদা থেকে বের হয়ে আসা একটি অংশই গড়ে তোলে আইএস৷জর্দানের জঙ্গি নেতা আবু মুসাব আল-জারকাউইকে আইএস-এর প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। ২০০৬ সালে মার্কিন বিমান হামলায় মৃত্যু হয় তার৷

ওবামা আমলেই আইএস সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে৷ বিশেষত সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর আইএস সিরিয়া ও ইরাকের বেশ কিছু এলাকা দখল করে নেয়। তবে গত দুই বছর ধরে ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী৷ মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় গত দুই বছরে প্রায় ৪৫ হাজার আইএস জঙ্গি খতম হয়েছে৷

মার্কিন বিমান হামলাকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করলেও আইএস মোকাবিলায় তার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, সে সম্পর্কে এখনো কিছু উল্লেখ করেননি ট্রাম্প ৷

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ পিএম, ১২ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply