Home / চাঁদপুর / মাদকের দায়ে চাঁদপুর জনতা হোটেলের মালিকসহ আটক ৩
মাদকের দায়ে চাঁদপুর জনতা হোটেলের মালিকসহ আটক ৩

মাদকের দায়ে চাঁদপুর জনতা হোটেলের মালিকসহ আটক ৩

চাঁদপুর চেয়ারম্যানঘাট আদালত এলাকার সামনে থেকে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে জনতা হোটেলের মালিকসহ ৩ জনকে আটক ও ৬ বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

আটককৃতরা হচ্ছেন জিটি রোডের আল আমিন, বাসস্ট্যান্ড জনতা হোটেলের মালিক সুমন ও চাঁদপুর সদরের বাগাদী এলাকার জাফর উল্লাহ।

গোয়েন্দা পুলিশ জানায়, উপপরিদর্শক খন্দকার মো. ইসমাইল ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে আল আমিন মিজিকে বাসস্ট্যান্ড জনতা হোটেলের মালিক সুমন মিজি ও চাঁদপুর সদরের বাগাদী এলাকার জাফর উল্লাহর কাছে ইয়াবা বিক্রিকালে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাঈনুল নামের একজন দৌড়ে পালিয়ে যায়।

গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে আল আমিন জানায়, সে জিটি রোডের সোহাগ ও ব্যাংক কলোনির মনির হোসেন মিজির কাছ থেকে ৫০ পিস করে ইয়াবা পাইকারি কিনে এনে খুচরা মূল্যে বিক্রি করে।

গোয়েন্দা উপপরিদর্শক (এসআই) খন্দকার ইসমাইল চাঁদপুর টাইমসকে জানায়, ‘আটককৃত ৩জন, দৌড়ে পালিয়ে যাওয়া মাঈনুল, পাইকারী বিক্রেতা ব্যাংক কলোনির মনির মিজি ও জিটি রোডের সোহাগসহ এদের ৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

স্টাফ করেসপন্ডেন্ট: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ১১ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply