চাঁদপুর শহরের দু’ডায়াগনিস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, দালালদের তালিকা সংরক্ষণসহ নানা অনিয়মের অভিযোগে বুধবার (১০ আগস্ট) বিকেলে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জরিমানা প্রদানকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চাঁদপুর স্টেডিয়াম রোডের আয়েশা মেমোরিয়াল ডায়াগনিস্টিক এন্ড কনসালটেন্ট ও চাঁদপুর মীক ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশিষ রায়ের পরিচালনায় ভ্রাম্যমান আদালতে মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মহসীন উজ্জ্বল জরিমানার রায় দেন।
মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, পরিবেশ পরিদপ্তরের ননদপত্র ও চাঁদপুর পৌরসভার বর্জ্য লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে কাগজ পত্র না থাকা ও দালালতে রেজিস্টার খাতা জব্দসহ কয়েকটি অনিয়ম পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Anwarul-Hoque.jpg” ] প্রতিবেদক- আনোয়ারুল হক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur