চাঁদপুর শহরের দক্ষিন গুনরাজদী এলাকার মৃত আ. গফুর ভূঁইয়ার মেঝো পুত্র চাঁদপুর শহর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন ভূঁইয়া আর বেঁচে নেই। ( ইন্না…….রাজেউন )।
তিনি ৯ আগস্ট বুধবার দুপুরে হৃদক্রীয়া বন্ধ মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০বছর। তিনি ৩ মেয়ে,১ ছেলে, স্ত্রী ও মাতাসহ সকল অত্মীয় স্বজন এবং বহু গুনগ্রাহী রেখে যান।
তার অকাল মুত্যুতে চাঁদপুরের রাজনীতি অঙ্গনসহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুর খবর শুনে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে বিএন পি ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের মানুষজন ছুটে যান।
আজ মঙ্গলবার রাত বাদ এশা দক্ষিন গুনরাজদী ও মধ্য ইচলী আহম্মদীয়া ঈদ গা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় চাঁদপুরের সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তার পরিবারবর্গ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur