চাঁদপুর শহরের মমিন পাড়া এলাকায় গত একমাসে ২ টি ফøাটবাসায় ৩ টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৩ আগস্ট বুধবার গভীর রাতে শব্দার খান স্কুলের পূর্ব দিকে সাবেক গোয়েন্দা কর্মকর্তার মেয়ে সালমা ফেরদৌসী আক্তারের বাসায় চুরির ঘটনা ঘটে।
ওইদিন রাতে চোরের দল বাসার গ্রীলও দরজার তালা ভেঙ্গে ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকা ১ ভরি স্বর্ণল্কার ও প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায়।
গত ২৬ জুলাই একই এলাকার পার্শবর্তী শাহাদাত হোসেনের ফ্লাট বাসায় একই ভাবে চুরির ঘটনা ঘটে। তারা জানায় ওইদিন রাতে বাসা থেকে চোর চক্র কয়েকটি দামি মোবাইল সেট নিয়ে যায়।
এছাড়াও জুলাই মাসের ৫ তারিখে স্থানীয় এলাকার খাজা খানের পুত্রবধূ তার শিশু সন্তান নিয়ে বাসায় যাওয়ার পথে জিয়া হোস্টেল রোডে ছিনতাই কারীর কবলে পড়ে।
ছিনতাইকারীরা মোটর সাইকেলযোগে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে সাথে থাকা স্বর্ণের চেইন, হাতের ৩ টি আংটি ও তার পাস ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ মমিন পাড়া এলাকায় প্রতিদিন নিয়মিত কমিউনিটি পুলিশ সদস্যদের টহল থাকা সত্ত্বেও কিভাবে এমন অনাকাঙ্খিত চুরির ঘটনা ঘটে?
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur