চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় দলিল লিখক সমিতির সদস্য মো. আবু তাহের মিয়া আর বেচেঁ নেই (ইন্না…. রাজিউন)। তিনি শুক্রবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কচুয়া মডার্ণ হসপিটালে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ১ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আছর কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে জানাযা শেষে মরহুমের লাশ পৌরসভা এলাকার ধামালুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম আবু তাহের মিয়া কচুয়া উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সোলেমান মিয়া ভেন্ডারের ছোট ভাই ও পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক মো. হাবিব উল্লাহ হাবিবের চাচা।
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:৪০ এএম, ৪আগস্ট ২০১৬, শুক্রবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur