টাকা লেনদেনের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানিগ্রমের আমন্ত্রণে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
মালয়েশিয়া মানিগ্রাম সূত্রে জানা যায়, ৬ আগস্ট কুয়ালালামপুর সলোঙ্গরে টার্ফ ক্লাবে মানিগ্রামের এক সংবাদ সম্মলেনে যোগ দেবেন এই বাংলাদেশি ওপেনার।
মানিগ্রামের কর্মকর্তা মোহাম্মদ হাফিজ বলেন, ‘তামিম শুধু বাংলাদেশেরই নয়, এশিয়ার জনপ্রিয় একজন ক্রিকেটার। তাঁর আগমন উপলক্ষে মালয়েশিয়ায় মানিগ্রামের প্রতিটি শাখা তামিমের ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। তা ছাড়া প্রবাসী বাংলাদেশিরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তামিমকে কাছে পেতে।’
তামিম মালয়েশিয়ায় মানিগ্রামের শাখাগুলো পরিদর্শন করবেন। এ ছাড়া মালয়েশিয়া জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।
নিউজ ডেস্ক ।। আপডেট ০৬:৪৭ পিএম,১ আগষ্ট ২০১৬,বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur