দুবাই বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। স্থানীয় সময় আজ বুধবার দুপুরে বিমানটি দুবাই বিমানবন্দরে ভেঙে পড়ে বলে জানিয়েছে আরব নিউজ।
বিমানবন্দরে জরুরি অবতরণের পরই বিমানটিতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষ্যদর্শীর বরাতে জানিয়েছে বিবিসি। এ সময় বিমানটির ধোঁয়ায় বিমানবন্দরসংলগ্ন এলাকার আকাশ ছেয়ে যায়।
এমিরেটসের বিমানের এ দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষাকারী ও ফায়ার সার্ভিসকে বিমানটির দিকে ছুটে যেতে দেখা গেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া বিমানটির জরুরি অবতরণের কারণও জানা যায়নি।
জরুরি অবতরণের এই ঘটনার পরই দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের টুইটারে সব ধরনে বিমানের ওঠানামা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে।
জানা গেছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য থিরুভানান্থাপুরাম থেকে এমিরেটসের ‘ই কে-৫২১’ বিমানটি দুবাই বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে জরুরি অবতরণ করে। বিমানটিতে ২৭৫ জন আরোহী এবং আটজন ক্রু ছিলেন বলে এক টুইটে জানিয়েছে বিমান পরিচালনাকারী কর্তৃপক্ষ।(এনটিভি)
নিউজ ডেস্ক ।। আপডেট ০৬:১৯ পিএম,৩ আগষ্ট ২০১৬,বুধবার
এইউ