জঙ্গি ও সন্ত্রাসদের তৎপরতা বন্ধ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার (২ আগস্ট) হাইমচর উপজেলার পরিষদ সম্মুখে হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন করেছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি পেশ করেছেন শিক্ষক প্রতিনিধিরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমএ মান্নান সিকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির, কেভিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন মাস্টার, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন, এমজিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো জাকির হোসেন প্রমুখ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/06/Bm-ismail.jpg” ] প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur