চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে গত কয়েকদিন ধরে জোয়ারের পানি উঠে যায়। এ কারনে ওই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার সম্মুখ্যীনে পড়তে হয়।
স্থানীয়রা জানান সকাল, বিকাল কিংবা রাতে জোয়ারের পানি সড়কের নিচু স্থানে ভরে যায়।
পানির কারনে সড়কে থাকা গর্ত গুলো দেখা না যাওয়ায় সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন গুলো দুর্ঘটনার শিকার হচ্ছে।
ছবিটি রোববার (৩১ জুলাই) বিকেলে তোলা।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur