10 Feb 15, 5 :45 PM
চাঁদপুর টাইমস স্পোর্টস ডেস্ক:
বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম তারকা ফুটবলার। পায়ে-বলের জাদুতে মুগ্ধ করে রাখেন সবাইকে। বার্সার জার্সিতে সে যেন ভিনগ্রহের এক ফুটবলার। মাঠের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কদর বেশ। ইন্সস্টাগ্রামে যেমন তার ফলোয়ারের সংখ্যা দাড়িয়েছে এক কোটিতে। যদিও এই তালিকায় তিনি তৃতীয়। তারপরও বেশ খুশি লিওনেল মেসি।
বিশেষ এই ব্যাপারটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ইন্সস্টাগ্রামে ১০ মিলিয়ন লেখা একটি জার্সি পরা ছবি পোস্ট করেছেন তিনি। ছবির নীচে একটি বার্তাও দিয়েছেন তিনি, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
তবে ইন্সটাগ্রামে ফলোয়ারের দিক থেকে মেসির চেয়ে অনেকে এগিয়ে আছেন তারই ক্লাব সতীর্থ ব্রাজিলের নেইমার। ইন্সস্টাগ্রামে নেইমারের অনুসারী ১ কোটি ৫২ লাখ। ছবি শেয়ারের এই অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে পর্তগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুসারী ১ কোটি ২২ লাখ।
ইনস্টাগ্রামে সম্প্রতি মেসি তার নতুন উল্কির ছবিও পোস্ট করেছেন। যেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে বান্ধবী আন্তোনেলা রোকোজ্জুকে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur