চাঁদপুরের কচুয়া উপজেলার পনশাহী পাইনিওর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির আর বেঁচে নেই (ইন্না…..রাজিউন)। বুধবার (২৭ জুলাই) সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে,৪মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার পৃথক দুটি জানাজা শেষে মরহুমের লাশ নিজ গ্রাম উপজেলার কালোচোঁ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজা অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আহসানুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী,খাজুরিয়া লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম,পালগীরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ও মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্লাহসহ বেশ কিছু লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে পনশাহী পাইনিওর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবিরে মৃত্যুতে উপজেলা প্রসাশন, শিক্ষক সমিতি ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ] প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur