চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ে কলেজ,উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের নিয়ে বুধবার (২৭ জুলাই) দিনব্যাপি ইন হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইএমআইএস,এমএমসি ব্যবস্থাপনা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সচেতনতায় সকলের অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আহসানুল হক।
বক্তব্য রাখেন সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু,রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী,নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক ও বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ২০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আইসিটি শিক্ষক সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পনশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবিরের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।