চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ব্রিজের ওপর যাত্রীবাহী বাস থেকে থেকে বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় ৫ কেজি গাঁজাসহ কুমিল্লার ইয়াছিন (৩৫)কে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
আটককৃত ইয়াছিন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার জোলাই সোগন্যপুর কাজী বাড়ীর মৃত আবদুর রহমানের ছেলে।
পুলিশের উপ পরিদর্শক (এসআই) আ. মান্নান চাঁদপুর টাইমসকে জানান, ‘প্রতিদিনের ন্যায় এনায়েতপুর ব্রীজের কাছে বাসে তল্লাসি করার সময় স্কুল ব্যাগে প্যাকেট করা অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।’
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ চাঁদপুর টাইমসকে বলেন, ‘নিয়মিত তল্লাসির অংশ হিসেবে বোগদাদ বাসে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। মাদক বহনকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।’
[author image=” https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/joy.jpg” ] প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur