শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে বুধবার (২৭ জুলাই) কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে জঙ্গি, সন্ত্রাস-মাদক ও ইভটিজিং বিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
এতে দু’সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
কলেজের অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে মিছিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির ।
এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ওসি তদন্ত মো. শামছুল হক, কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পদক মহিবুল্লাহ মাহী, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুবে রাব্বানী মানিক, সাধারন সম্পাদক হাবিব মজুমদার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনকলেজের উপাধ্যক্ষ মো. সোলেমান মিয়া, অধ্যাপক মোসলে উদ্দিন তালুকদার, শেখ কামরুল ইসলাম, শাহাদাত হোসেন, অর্পণা রাণী দেব, আফরোজুন নাহার, নুরুন্নাহার খানমসহ কলেজের সকল শিক্ষক কর্মচারী এবং অভিভাবকবৃন্দ।
শান্তি মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্ত্বরে এসে শেষ হয়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ] প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া [/author]: আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ পিএম, ২৭ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur