বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সম্মেলন বৃহস্পতিবার (২৭ সেপ্টম্বর) সর্ম্পন্ন হয়েছে।
বিকেলে প্রেসক্লাব ফরিদগঞ্জ কার্যালয়ে উক্ত সম্মেলনের আয়োজন করে সংগঠনের উপজেলা শাখা। সম্মেলনে প্রস্তাব সমর্থনের ভিত্তিতে শামছুল আরেফিন মুকুলকে সভাপতি ও বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হক।
তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। সরকারকে আবারো ক্ষমতায় এনে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার সুযোগদানে উদ্বাত্ব আহ্বান জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন ও বায়তুল মোকারম প্রতিষ্ঠা সহ ইসলাম প্রচার ও প্রসারে ব্যাপক অবদান রেখে যান।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ওয়ালী হোসেন, প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি প্রভাষক মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান সোহাগ।
ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক মো. ইলিয়াছের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের পরিচালনায় সস্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দিলিপ কুমার, হযরত আলী, নজরুল ইসলাম, বোরহান, মনির আহম্মেদ প্রমুখ।
প্রতিবেদক: আতাউর রহমান সোহাগ
২৭ সেপেটম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur