নতুন কৃষি ও পল্লীঋণ নীতিমালায় চলতি অর্থবছরে (২০১৬-১৭) কৃষি ও পল্লী খাতে ১৭ হাজার ৫শ’৫০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে যা ২৮ জুলাই ঘোষণা করা হবে ।
নতুন নীতিমালায় এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষিঋণ বিতরণের সুযোগ দেয়া হচ্ছে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোকে ঋণের ৩০% অর্থ নিজেদের মাধ্যমে বিতরণের শর্ত বেঁধে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি সংস্থার মাধ্যমে ঋণ বিতরণে সুদের হার বেশি। এ কারণে ২০১৬-১৭ অর্থবছরের কৃষি ও পল্লীঋণ নীতিমালা ও কর্মসূচিতে এ শর্ত যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সদ্যবিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে ১৬ হাজার ৪ শ’ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল।। তবে জুলাই-মে সময়ে ঋণ বিতরণ হয়েছে ১৫ হাজার ৪শ’৪১ কোটি টাকা।
চলতি অর্থবছরের কৃষি ও পল্লীঋণ নীতিমালা ও কর্মসূচিতে পেয়ারা চাষে সারা বছর ঋণ দেয়ার ঘোষণা থাকবে। আগে শুধু নির্দিষ্ট মৌসুমে পেয়ারা চাষে ঋণ দিতে পারত ব্যাংক। এ ছাড়া কৃষিঋণে সুদের হার কমিয়ে ১০% রার ঘোষণাও থাকবে।
সাম্প্রতিক সময়ে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বাড়ায় ব্যাংকগুলোকে এজেন্টদের মাধ্যমে কৃষিঋণ বিতরণের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এখন পর্যন্ত ১২টি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমতি পেয়েছে। তবে ডাচ্-বাংলা ও ব্যাংক এশিয়া নেতৃত্ব দিচ্ছে এ সেবা। এর বাইরে এনআরবি কমার্শিয়াল, আল-আরাফাহ্ ইসলামী, সোস্যাল ইসলামী ও মধুমতী ট্রাস্ট, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার, স্ট্যান্ডার্ড, ফার্স্ট সিকিউরিটি, অগ্রণী ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এ সেবার অনুমোদন পেতে যাচ্ছে ।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:৩০ পিএম, ২৫ জুলাই ২০১৬, সোমবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur