চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনে মত বিনিময় সভা রোববার (২৫ জুলাই) সকালে বাজারের কাতার কানাডা টাওয়ারে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো.মাঈনউদ্দিনের ডাকে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল ও পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব অধ্যাপক এ কে এম ফজলুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সেলিম মিয়া।
সভায় বক্তারা বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে এক হয়ে মোকাবেলা করতে হবে। বর্তমান সময়ে জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠেছে। তাদের কাছে আজ দেশ ও সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। মানুষের জানমালের নিরাপত্তায় আওয়ামীলীগ সরকার পাড়া মহল্লা,গ্রাম গুঞ্জে জঙ্গি বিরোধী কমিটি করে তাদের বিষ দাত ভেঙ্গে দিতে হবে।’
এ সময় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ উপজেলা আওয়ামী লীগ, সকল ইউপি চেয়ারাম্যান ও যুব, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[author image=” https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/joy.jpg” ] প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur