চাঁদপুরের নবাগত জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে রোববার (২৪ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বরণ করে নিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আমি চাঁদপুরে আসার আগে সুপ্রীম কোর্টে নারী ও শিশু বিচারকের দায়িত্ব পালন করেছি । আমি করো সাথে তদবির করে এখানে আসিনি। দীর্ঘ ২৫ বছর ধরে আমি বিচারকের দায়িত্ব পালন করছি। চাঁদপুরেও এর আগে আমি দুবার বিচারকের দায়িত্ব পালন করেছি। আমার কর্মময় জীবনে চাঁদপুরের অনেক কিছু জড়িত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা বর্তমান সময়ে ক্রান্তিকাল পালন করছি। এ ব্যাপারে বেঞ্চ ও বারের সকলকে সজাগ থাকতে হবে। আমাদের কিন্তু দায়িত্ব জনগনের বিচারিক সেবা করা। আর এ কাজে সহযোগিতা করা আইনজীবীদের কর্তব্য। একজন মক্কেল কে রায় এনে দেয়া আইনজীবীর কোন কাজ নয়। বিচার বিভাগের মর্যাদা ধরে রাখতে হবে ।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সেলিম আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিপি অ্যাড. আমানউল্লা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ফজলুল হক সরকার ,অ্যাড. ইকবাল বিন বাশার , অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. আহসান হাবিব, সাবেক সাধারন সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখ, অ্যাডঃ আলহাজ¦ মোবারক হোসেন , অ্যাড. শহীদুল্লা পাটওয়ারী প্রমুখ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur