ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) প্রেসিডেন্ট ও ব্যবসায়ী মো. হাসান খালেদ শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গতকাল শনিবার রাতে তিনি নিখোঁজ হয়েছেন।
এই ঘটনায় তার পরিবার শনিবার রাতেই ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি মো. হাসান খালিদের পরিবারের বরাত দিয়ে বলেন, তার পরিবার জানিয়েছে, গতকাল শনিবার রাত থেকে মো. হাসান খালিদ নিখোঁজ রয়েছেন।
তিনি গতকাল ধানমন্ডির বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে বলে জানান তিনি।
ওসি আরো জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে নাস্তা করার আগে ওষুধ খেতে হয় নিখোঁজ ব্যবসায়ী হাসান খালিদকে। নাস্তার টেবিলে বসে দেখেন ওষুধ শেষ হয়ে গেছে। পরিবারের সদস্যদের বলেন, নিচে ওষুধ আনতে যাচ্ছি। একথা বলেই খালিদ নিচে নেমে যান। আর বাসায় ফেরেননি তিনি।
নিউজ ডেস্ক ।। আপডেট ০৮:১৬ পিএম,২৪ জুলাই ২০১৬,রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur