চাঁদপুরের ৮ উপজেলায় ১৯ কলেজ ও ২টি স্কুলের তৃতীয় ও চতুর্থ তলার ঊর্দ্ধমুখী ভবন নির্মাণে ৩৩ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ২৫ প্রকল্প ২০১৬-২০১৭ অর্থবছরে বাস্তবায়ন করতে যাচ্ছে শিক্ষা প্রকৌশল বিভাগ ।
শিক্ষা প্রকৌশল বিভাগ চাঁদপুরের সূত্রে জানা যায়, স্ব-স্ব নির্বাচনী এলাকার সংসদ সদস্যদের প্রস্তাবিত শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ও শিক্ষা প্রকৌশল বিভাগের বাস্তবায়নে এসব বাস্তবায়ন হচ্ছে।
তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গৃহীত এ প্রকল্পগুলো হাতে নেয়া হয়েছ্।ে
প্রতিটি ঊর্দ্ধমুখী ভবন নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে-১ কোটি ২১ লাখ টাকা করে। যা আগামি অর্থবছরের মাঝামাঝি ডিসেম্বর শেষ হবে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, চাঁদপুর সদরে পুরাণবাজার ডিগ্রি কলেজ, জিলানী চিশতি কলেজ ও খেরুদিয়া স্কুল এন্ড কলেজ।
কচুয়ার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ও আশেক আলী ডিগ্রি কলেজ।
মতলব দক্ষিণে মতলব ডিগ্রি কলেজ, নারায়ণপুর কলেজ ও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ।
মতলব উত্তরে সুজাতপুর ডিগ্রি কলেজ ও নাউরি আদর্শ কলেজ ।
ফরিদগঞ্জে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ, গৃদকালিন্দিয়া হাজেরা-হাসমত ডিগ্রি কলেজ, গল্লাক আদর্শ কলেজ ও লাউতলি ডা.আবদুর রশিদ কলেজ ।
হাজীগঞ্জে নাসির কোর্ট স্মৃতি কলেজ ও শাহারাস্তিতে করফুলেন নেছা ও মেহের ডিগ্রি কলেজ।
এ সব কলেজগুলোর তৃতীয় ও চতুর্থ তলার সম্প্রসারণ কাজের টেন্ডার বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া ৪ তলাবিশিষ্ট ভবনগুলোতে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৩টি প্রকল্প সম্পন্ন হবে। এসব হলো হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, কচুয়ার পালাখাল ডিগ্রি কলেজ ও মতলব উত্তরে ছেঙ্গারচর ডিগ্রি কলেজ ।
২টি বিদ্যালয়ের নতুন ভবন হচ্ছে । এগুলো হলো জোহরা বালিকা বিদ্যালয় ও মতলবের মাঝিগাছা উচ্চ বিদ্যালয়। এগুলো প্রতিটি ৬১ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে।
শিক্ষা প্রকৌশল বিভাগ চাঁদপুরের সহকারী প্রকৌশলী স্বপন সাহা চাঁদপুর টাইমসকে জানান, ‘শিক্ষার্থীদের শিক্ষার মানন্নোয়নে ও আইসিটি সহায়তা বৃদ্ধির জন্যেই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে। শ্রেণিকক্ষে মাল্টিমিাডয়া ক্লাস পরিচালনার ক্ষেত্রেও সমস্যা থাকবে না । প্রতিটি বিদ্যাপীঠে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিদ্যমান থাকবে। এ গুলে বাস্তবায়িত হলে স্ব-স্ব এলাকার শিক্ষাক্ষেত্রে একটি বৈপ্লিক পরিবর্তন সূচিত হবে।’
: আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ এএম, ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ