শরীরের গাঁট ভেঙে বেরিয়ে পড়ে অভিমানী রক্তকনিকা।
কাছে টানার গল্প কেহ শুনে না-
সাঁটানো মুকুর তচনচ করে অন্য কেউ
যাদের স্নেহ করি কিন্তু অন্য কথা বলে।
মসজিদের শহরে আযান বন্ধ হয়ে যায়
উড়াল সেতুর উপর নগ্ন দেহ হেঁটে যায়।
চোখ বন্ধ করে আমাদের পথ ফেরুতে হয়
মানুষ মানুষের হত্যার হুমকি হয়ে দাড়ায়।
প্রার্থনা গৃহে রক্তস্রোত বয়ে যায়।
ধর্ম নিয়ে গড়ে ওঠে বাণিজ্যের শেকড়।
সবুজ অরণ্যে পড়ে থাকে নিথর দেহ
অবুজ শিশুর সামনে দানবেরা ঝাঁপিয়ে পড়ে-
রক্তে ভেসে যায় পিচডালা পথ।
রাস্তা বাসাবাড়ি কিংবা বিপণী বিতান
আমাদের ভয়ে আমাদের রক্ষায় আমরাই- পাহারাদার।
পেয়েছি যা আগে কখনো পাইনি তবুও
কৃতজ্ঞতাবশত বলি না স্বাধীনতার পর আর কেহ- নয়।
যে আমায় ভাত কাপড় দিল-
তার মানববন্ধনে আমি অনুপস্থিত।
আমার উপস্থিতি টেন্ডার দেয়ালে।
খাই খাই উত্তেজনা নিয়ে চিনিয়ে নেই –
গরীর দুখীর যাকাতের কাপড়।
যার শরীরে আমার হিসু তাকে বোকা বলি।
অথচ তারা গড়েছিল আজকের ইমারত
যে দেয়ালে চুনকাম, তার দায়।
আমার বৌঠান প্রেসক্রিপশন মেনে
তাদের শেষ আশ্রয় বিদ্যাশ্রম।
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ এএম, ২০ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur