চাঁদপুর মডেল থানাকে সিসি ক্যামেরার স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে থানার অভ্যন্তরে বিভিন্ন স্থানে ৭টি এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
মডেল থানা অফিসার্স ইনচার্জ ওয়ালি উল্লাহ অলি জানান, ‘মডেল থানাকে সম্পূর্ণ দালাল মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে থানা অভ্যন্তরে গুরুত্বপূর্ণস্থানে ৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। নিরাপত্তার নিশ্চিত করণে প্রয়োজনে পর্যায়ক্রমে আরো সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’
তিনি বলেন, ‘এ সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে চাঁদপুর মডেল থানাকে তথ্য-প্রযুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এর ফলে থানা অভ্যন্তরে বিচারপ্রার্থীদের দালালের খপ্পরে পড়া বন্ধ হবে। আমরা চাই বিচার প্রার্থীরা থানায় এসে যাতে তার অভিযোগ দিতে পারে, সেদিকে সকল পুলিশ কর্মকর্তা দৃষ্টি রাখবে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur