দেশব্যাপি জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠনকল্পে ১৪ দলীয় যৌথ সভা চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধায় অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী জেলা, উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওচমান গণি পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটোয়ারী, মুক্তিযুদ্ধকালিন বিএলএফ কমান্ডার হানিফ পাটোয়ারী, জেলা জাসদের সভাপতি হাছান আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার, ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা আব্দুর রউফ, জেলা হিন্দুবৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর। এসময় ১৪ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহদ বলেন, ‘স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশিল করতে উঠে পরে লেগেছে। বেগম খালেদা জিয়া হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় আসতে পরেনি। বিএনপি জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমকে দাতভাঙ্গা জবাব দেয়া হবে।’
তিনি আরো বরেন, ‘আজ দেশে যারা অরাজকতা সৃষ্টি করছে তারা একাত্তরের পরাজিত শক্তি। আমরা স্বাধীনতা পেয়েছি তবে অর্থনৈতিক মুক্তি পাইনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হচ্ছে। জঙ্গিবাদ নির্মূলে তৃণমূল থেকে সকল নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।’
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur