ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের বেলডাঙ্গী গ্রাম থেকে বাংলাদেশের তৈরি অস্ত্র একটি রিভালভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি’র এফএস রেজাউল করিম জানান, তার তথ্যের ভিত্তিতে ৩০ বিজিবি মলানী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার এনামুল হক মঙ্গলবার ভোর ৫টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বেলডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে আলম নামে এক ব্যক্তির বাড়ির পার্শ্বে ভূট্টার খড়ের মাচার ভিতর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বাংলাদেশের তৈরি রিভালভার উদ্ধার করেছে।
৩০বিজিবি মলানী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/10/Kabirul-Islam.jpg” ] প্রতিবেদক- কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur