Home / জাতীয় / রাজনীতি / ঐক্য নয়, বিএনপিকে হানিফের ‘ভিন্ন প্রস্তাব’

ঐক্য নয়, বিএনপিকে হানিফের ‘ভিন্ন প্রস্তাব’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় ঐক্যের ডাকের সুযোগ নিয়ে খালেদা জিয়া এখন ঐক্যের ধুয়ো তুলছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ঘটা করে বৈঠকে না বসে পাল্টা প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়াকে।

সোমবার (১৮ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় কথা বলেন তিনি। রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘বেগম জিয়া যদি সত্যিকার অর্থে সন্ত্রাস ও জঙ্গি দমনে সরকারকে সহায়তা করতে চান, তাহলে আপনার (খালেদা জিয়া) দল ও জোটের মধ্যে যে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের তালিকা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। তাহলে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শতভাগ সফল হবে। এর জন্য ঘটা করে বৈঠক করার প্রয়োজন নেই।’

জঙ্গিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ দেশবাসীকে বিএনপি চেয়ারপাসন বিভক্ত করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে হানিফ বলেন, ‘দেশবাসী আজ সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কিন্তু সেই ঐক্যবন্ধ জাতিকে বিভক্ত করার চক্রান্ত চলছে।’

তিনি বলেন, ‘সেটা না করে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী নিয়ে কি করে ঐক্যের কথা বলেন। এটা দেশের মানুষ বুঝে। সরকারের জঙ্গিদমনে সাড়াশি অভিযানে ভীত হয়েই, আপনার (খালেদা জিয়া) দল ও জোটের সন্ত্রাসীদের রক্ষার করার জন্যই ঐক্যের কথা বলছেন খালেদা জিয়া। এটা দেশবাসী জানে। আমরা কোন সন্ত্রাসীদের লালনপালনকারীদের সাথে কোন বৈঠক করতে চায় না।’

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি প্রসঙ্গে হানিফ বলেন, ‘আমরা চাই না বিএনপি-জামায়াতের কোন ব্যক্তি আমাদের এ কমিটি ডুকতে না পারে এটা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা যেন এ কমিটি ঢুকে তাদের সন্ত্রাসীদের রক্ষা করার সুযোগ যেন না পাই সেই জন্য সবাইকে নিয়ে সর্তকভাবে এ কমিটি গঠন করতে হবে।’

বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুল হক রানা প্রমুখ।(বাংলামেইল)

নিউজ ডেস্ক ।। আপডেট ০৭:৫২ পিএম,১৮ জুলাই ২০১৬,সোমবার
এইউ

Leave a Reply