পাসপোর্ট অধিদপ্তরকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুদ রেজওয়ান এ কথা জানান।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রতিদিন প্রায় দুই হাজার পাসপোর্ট ইস্যু হয় এবং প্রায় আট-দশ হাজার মানুষ পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করেন। এ অবস্থায় মাত্র মাত্র ৪৮০ জনের ওপর জরিপ করে টিআইবির সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে সার্টিফিকেট দেয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তিনি।
এক প্রশ্নের জবাবে মাসুদ রেজওয়ান জানান, আগামী ছয় মাসের মধ্যে পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর মেয়াদি পাসপোর্ট ইস্যু করা হবে। গত ২৯ জুন টিআইবি জানায়, দেশের সেবা খাতগুলোর মধ্যে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে পাসপোর্ট অধিদপ্তর।
টিআইবির প্রতিবেদন সংক্রান্ত সংবাদটি দেখতে পড়ুন….
সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত ‘পাসপোর্ট অফিস’
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৭:৩০ এএম, ১৫ জুলাই ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur