বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক কনফারেন্সে যোগ দিতে শনিবার (১৬ জুলাই) লন্ডন যাচ্ছে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
দলীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ হাউজ অব লডর্সে ১৯ জুলাই এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপর সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:৩০ এএম, ১৫ জুলাই ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur