চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন-বরণ বুধবার (১৩ জুলাই ) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ গভনির্ং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রভাষক মো. জহিরুল ইসলাম মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই ।
তিনি বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হতে হবে। এগিয়ে আসতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এ ব্যাপারে জাগরণ তৈরি করতে হবে। এর বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। সে সাথে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করা হয়েছে। চাঁদপুর মাদকে চেয়ে গেছে। যুবক শ্রেণি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রশাসন এ ব্যাপারে তৎপর। কাউকে ছাড় দেয়া হবে না। কেউ যাতে বিপথে যেতে না পারে সে জন্য অভিভাবকদের খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে কেউ আটক হলে পরিবারও ছাড় পাবেন না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা নতুন জীবনে পা দিয়েছে। এ সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এ সময়টা কাজে লাগাতে হবে । জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে । তোমাদের থেকে কেউ না কেউ এক সময় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা কিংবা ডাক্তার, প্রকৌশলী হবে এ এলাকার কৃতি সন্তান শিক্ষাবিদ মরহুম এ টি আহমেদ হোসাইন রুশদী অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন । প্রতিষ্ঠা করে গেছেন। যার সুফল এলাকার মানুষ সবসময় পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান
স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. হারুর-অর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হামানকর্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোক্তার হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির তালুকদার,কলেজ গভনির্ং বডির সদস্য ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গোসাইপুর আবদুল্লাহ একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ আবু নাছের আবদুল্লাহ, কলেজ সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী,প্রভাষক মোঃ হানিফ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই,ইউএনও উদয়ন দেওয়ানসহ অন্যান্য অতিথিবৃন্দ ।
সবশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সোহাইল আহমেদ চিশতী ।
: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ১৩ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur