চট্টগ্রামে ও সিলেট বিভাগের ১৫টি জেলার সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠানের অংশ হিসেবে বুধবার (১৩ জুলাই) সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী ইস্যুতে চাঁদপুর জেলা প্রশাসনের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও সংলাপ অনুষ্ঠিত হয়।
ভিডিও সংলাপে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মধ্যে দু’স্তানে জঙ্গিরা যে হামলা চালিয়েছে তা লজ্জাজনক। যারা জঘন্যতম এ অপরাধ করেছে, যারা হামলার সাথে জড়িত, তাদের বিন্দু পরিমান ছাড় দেয়া যাবে না।’
তিনি আরো বলেন, ‘যারা ধর্মের নামে নামাজ রোজা বাদ দিয়ে মানুষ হত্যা করেছে তাদের জাহান্নামেও ঠাঁই হবে না। যারা এ জঙ্গি তৎপরতার সাথে জড়িত তারা নামিধামি পরিবারের সন্তান ও প্রতিষ্ঠানে শিক্ষার্থী। বাংলাদেশ জঙ্গিবাদ দূর করতে হবে দেশের সকল মানুষকে এগিয়ে আসতে হবে ‘
বাংলাদেশ জঙ্গিবাদ দূর করতে হলে দেশের সকল মানুষকে এগিয়ে আসতে হবে।
এ সময় চট্টগ্রামে ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তা ভিডিও কনফারেন্সে অংশ নেয়। প্রধানমন্ত্রী প্রশাসন, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বক্তব্য শুনেন।
প্রতি জেলা থেকে একজন করে বিশিষ্টজনের বক্তব্য শুনেন। চাঁদপুরের মধ্যে বক্তব্য রাখেন এনজিও কর্মকর্তা ইফতেখারুল আলম মাসুম।
ভিডিও কনফারেন্সের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হাই, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, স্বর্নপদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।