চাঁদপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে রোববার (১০ জুলাই) মাদক মামলার আসামী আবুল কালাম আজাদ (৩৬) কে আটক করা হয়।
আটক আবুল কালাম আজাদ শহরের প্রফেসর পাড়া এলাকার বন্দে আলী গাজী বাড়ীর জি এম রুহুল আমিনের ছেলে। মঙ্গলবার (১১ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের প্রফেসর পাড়া মাঝিবাড়ীর এলাকার গ্রেজ থেকে আটক করে।
চাঁদপুরর ডিবির’ ঊপ পরিদর্শক খন্দকার মোঃ ইসমাইল জানায়, তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ।সে তার মাঝিবাড়িস্হ গ্রেজে ইয়াবা ব্যবসার অন্তরালে জুয়া খেলার জমজমাট আসর বসিয়ে মানুষে সাথে প্রতারণা করে বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত রয়েছে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Anwarul-Hoque.jpg” ] প্রতিবেদক- আনোয়ারুল হক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur