বন্ধুদের সঙ্গে বাজি ধরে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভারতের হরিদ্বারে। তার এখনও খোঁজ মেলেনি।
আশিস চৌহান নামে ২৭ বছরের ওই যুবকের বাজি ধরে নদীতে ঝাঁপ দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
প্রতি সপ্তাহের মঙ্গলবার তিন বন্ধু মিলে আশিসরা হরিদ্বারে গঙ্গার ধারে আড্ডা দিতে যান। এদিনও তার ব্যতিক্রম ছিল না। বন্ধুরা মিলে গঙ্গা নদীতে গোসল করার সিদ্ধান্ত নেন। তবে শর্ত ছিল, প্রথমে আশিসকে নদীতে ঝাঁপ দিতে হবে। আর সেটা মোবাইলে ভিডিও করবেন বাকি বন্ধুরা। প্রথমে বেশ ইতস্ততই বোধ করছিলেন আশিস। বারবার এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছেন তিনি। শেষমেষ বন্ধুদের জোরাজুরিতে ঝাঁপ দেন নদীতে। আর প্রায় সঙ্গে সঙ্গেই তার দেহ তলিয়ে যায় নদীর পানিতে।
আর এই পুরো ভিডিওটিই করেছেন তার দুই বন্ধু অশ্বিনী চৌহান এবং বলরাজ কুমার। যা আবার তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেও দেন। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বন্ধুদের সঙ্গে আশিস চৌহানের বাজি ধরে নদীতে ঝাঁপ দেওয়ার ভিডিওটি দেওয়া হলো-
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur