অনেক রকম পাগল ফ্যানের গল্প হয়ত শোনা যায়। কিন্তু তাই বলে পুরোপুরি একটি সিনেমা হল বুক করবে! হ্যাঁ, এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের হামিরপুরে। ওই শহরের বাসিন্দা শঙ্কর মুসাফির।
সালমান খানের ‘সুলতান’ মুক্তি পাবার আগেই একটি শো-য়ের জন্য ১২০টি আসনের গোটা একটি হলই বুক করে ফেলেছিলেন তিনি। কেন বলুন তো? না! তিনি নিজে ততটা ভাইজানের ভক্ত নন। কিন্তু তার বউ গীতাঞ্জলি সালমান খানের অন্ধ ভক্ত।
আর বউকে ইমপ্রেস করতেই ‘সুলতান’ দেখার জন্য গোটা হল বুক করেছিলেন তিনি! এরপর গোটা হলে শঙ্কর আর গীতাঞ্জলি বসে সালমানের ‘সুলতান’ দেখেন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ এএম, ৯ জুলাই ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur