কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের কাছে সন্ত্রাসী হামলার পর নিহত এক হামলাকারীর পরিচয় পুলিশের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে। হামলার ভিডিও দৃশ্যও কিছুটা নিহত ওই যুবকের নাম আবির রহমান। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বিবিএর ছাত্র ছিলেন।
কিশোরগঞ্জ পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ কোনো মন্তব্য করতে রাজি হননি।
অবশ্য পুলিশ সূত্র জানায়, আবির রহমানের বাড়ি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায়। তাঁর বাবার নাম সিরাজুল ইসলাম। (প্রথম আলো)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur