আমারও ভিজতে ইচ্ছে করে
পদ্ম পাতার জলে,
বুনোহাঁসের মতো
দীর্ঘসময় ডুব দিতে মন চায় সমুদ্রের অতলে।
চাঁদের সাথে মিতালি করে কাটিয়ে দিতে চাই অপেক্ষার রাত
যেখানে ঝিনুক ঘুমোয়, খেলা করে ঢেউ,
জোৎস্না হাসে, জলে জল মিশে হয় উন্মাদনা ।
আমিও সে জলে ভাসাতে চাই তরী,
মন পবনে
নোঙ্গর ফেলে ফেলে শিকারী হতে চাই, অদৃশ্য পৃথিবীর মানচিত্রে
কিংবা উত্তাল স্রোত, জলে মাতাল উন্মাদনা।
পরানে পরান রেখে
উদাসী হতে চাই পদ্ম পাআমার ও ভিজতে ইচ্ছে করে
নীল সাগরে, আবিরেরতার জলে, ধরতে চাই
রংধণুর রং, তাজা বকুল অথবা জলের ভেতর জল।
জলে,
আঁধো আলো আঁধো অন্ধকারে,
মাতাল উন্মাদনায় বেলা অবেলায়।
: আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ পিএম, ৭ জুলাই ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur