চাঁদপুরের শাহরাস্তি হাটপাড় শহীদ সিদ্দিক স্মৃতি সপ্রাবির শ্রেণিকক্ষ সংকট দূরীকরণে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে মিশওয়ার গ্রুপের সিএফও শাহরাস্তির কৃতি সন্তান মোশাররফ হোসেন।
এ উপলক্ষে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে অনানুষ্ঠানিক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকটে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ব্যাহত হচ্ছে এলাকার যুব সমাজ থেকে এ খবর শুনে তিনি বিদ্যালয়টির পাশে এসে দাঁড়িয়েছেন।
শ্রেণি সংকুলান দূর করতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এড. বদরুদ্দোজা পাটোয়ারী ( ফারুক) এবং প্রধান শিক্ষক জাহেরা বেগম এর হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।
বক্তব্য তিনি বলেন, এলাকার কয়েকজন যুবকের মাধ্যমে জানতে পারি বিদ্যালয়ের সার্বিক অবস্থা। ছাত্র-ছাত্রীদের শ্রেণী কক্ষ সংকট দূরীকরণে সরকারের পাশাপাশি আমাদেরকেও দায়িত্ব নিতে হবে । আশা করি সরকার মহোদয় এর স্থায়ী সমাধানে দ্রুত এর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। এছাড়া তিনি চাঁদপুরকে বেকার মুক্ত করণে সর্বদা কাজ করে যাবেন । এ
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, মণিপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, দুর্বার নিউজ ২৪ ডট কম এর সম্পাদক রুহুল আমিন, ৭ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সোহেল পাটওয়ারী, ১ম শ্রেণীর ঠিকাদার ছেনায়েত উল্ল্যাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কে এম সালাউদ্দিন, মানবাধিকার কর্মী শেখ ফরিদ, মোঃ ইব্রাহিম, শাহরাস্তি উপজেলা ইত্তেফাক প্রতিনিধি জসীম উদ্দিন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার,সালমা আক্তার,আজমীর পেয়ারী প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
১৪ সেপ্টেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur