ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করার ঘটনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকার এ ভুল তথ্য প্রকাশের ঘটনা জানাজানি হওয়ার পর তুলকালাম কাণ্ড ঘটে। এই ঘটনায় আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
আজ বিকেল সাড়ে চারটার দিকে রেজাউর রহমানকে অব্যাহতি দিয়ে অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে স্বাক্ষর করেন উপ রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দীন আহমেদ। রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের বলেন, স্মরণিকায় লেখাটি রেজাউর রহমানের নিজের লেখা। যেহেতু এটা ভারপ্রাপ্ত রেজাউর রহমানের ‘বাইলাইন লেখা’ তাই এর দায়-দায়িত্ব লেখককে বহন করতে হবে। এ কারণে রেজাউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে এ নিবন্ধের লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উল্লেখ করেন। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সভায় স্মরণিকা প্রত্যাহার করেন এবং ভুল স্বীকার করে নেন।
তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিকে ক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা সৈয়দ রেজাউর রহমানের কক্ষে তালা মেরে দেন। আ আ ম স আরেফিন সিদ্দিক দুপুর ৩টার স্মৃতি অম্লান চত্বরে (ভিসি চত্বর) এলাকায় গাড়ি নিয়ে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার গাড়ি ভাঙচুর করে। এ সময় উপাচার্যকে পুলিশ প্রহারায় বাসভবনে নেওয়া হয়।(কালের কণ্ঠ)
নিউজ ডেস্ক ।। আপডেট ৬:২৭ পিএম,০১ জুলাই ২০১৬,শুক্রবার
এইউ
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur