ক্যাবল অপরেটরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার শহরের প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান।
সংগঠনের সভাপতি মো. মঝিবুর রহমানের সভাপতিত্বে ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিএম শাহীন।
আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ক্যাবল অপরেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল নাহিদ।
এসময় সংগঠনের সহ-সভাপতি দিপু সাহা, যুগ্ম সম্পাদক মো. রমজান, সাংগঠনিক সম্পাদক রাসেদ জামান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মুজাহিদুল ইসলাম আব্দুল কাদের, গোলাম কাদের মুকুলসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur