আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণকে হাত তুলে ওয়াদা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘নৌকা আর আওয়ামী লীগকে কখনো ছাড়বেন না। নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছিলেন, দেশ এগিয়ে যাচ্ছে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন।’
বৃহস্পতিবার বিকেলে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম মুখে না নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে- তখন একজনের মনে খুব অশান্তি। যিনি আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেন। যার হাতে মানুষ নিরাপদ নয়।’
‘তাদের জীবনে অশান্তি দেখা দিলেও সাধারণ মানুষ শান্তিতে আছেন’ দাবি করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘যারা পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের ক্ষমা নেই। তাদের বিচার বাংলার মাটিতে হবেই।’
বিএনপি জোট সরকারের শাসনামলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপির শাসন ছিল সন্ত্রাস আর জঙ্গিবাদের। সেই সময় বিদেশিরাও রেহাই পায়নি।’
তিনি বলেন, ‘যারা উড়ে এসে ক্ষমতায় বসে, তারা আসে লুটপাট করতে। তাদের স্থান বাংলাদেশের মাটি হবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মাটিতে সন্ত্রাস আর জঙ্গিবাদের কোনো স্থান হবে না।’
এ সময় তিনি দেশবাসীকে তাদের সন্তানরা যেন সন্ত্রাস আর জঙ্গিবাদের দিকে ঝুঁকে না পড়ে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৪৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur