তারকাদেরও আছে ব্যক্তিগত জীবন। যার অনেক কিছুই পাঠকের অজানা। ঈদ উপলক্ষে নন্দনের কাছে হাঁড়ির ঢাকনা খুললেন জনপ্রিয় অভিনয়শিল্পী পরীমনি
আপনার সবচেয়ে বড় দূর্বলতা, যা দিয়ে বোকা বানানো যায়?
ভালো ব্যবহার, মিষ্টি আচরণই হচ্ছে আমার সবচেয়ে বড় দুর্বলতা, যা দিয়ে খুব সহজেই আমাকে ঘায়েল করা যায়।
এমন কোনো ঘটনা, যার জন্য মনে হয় তারকা না হলে ভালো হতো?
বাংলাদেশে শিল্পীদের সম্মান না করা। যখন শুনি অনাহারে-অর্ধাহারে বা চিকিৎসার অভাবে শিল্পীরা ভুগছেন, তখন খুব কষ্ট লাগে।
সুযোগ পেলে ঢাকার কোন বিখ্যাত বিউটি পারলার কিনতে চান?
বিউটি পারলার নয়, সুযোগ পেলে একটি বৃদ্ধাশ্রম খুলব। এছাড়াও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করতে চাই।
এমন কোনো প্রেমের প্রস্তাব পেয়েছিলেন, যেটা ফিরিয়ে দেওয়ার পর আফসোস হয়েছে?
জীবনের প্রথম প্রেমের প্রস্তাবটা ফিরিয়ে ঠিক করিনি।
শুটিং চলছে, হঠাৎ খেয়াল হলো আপনার জামার মধ্যে পিঁপড়া ঢুকে কামড়ানো শুরু করেছে-
পিঁপড়া না মেরে থামব না। তারপর নিজেকে সামলে নেব।
ভিড়ের মধ্যে শুটিং করছেন। হঠাৎ এক বাচ্চা মেয়ে এসে আপনাকে জড়িয়ে ধরে বলল, আপনি তার মা। কী করবেন?
মেয়ের মতো আমিও ওকে জড়িয়ে ধরব। ওর গালে চুমু দেব।
কী পরিস্থিতিতে পড়লে কাউকে ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে হয়?
কেউ খোঁচাখুঁচি করলে অথবা কেউ বাজে মন্তব্য করলে।
একদিনের জন্য অদৃশ্য হয়ে কী দুষ্টুমি করবেন?
ব্যাংকের সব টাকা লুকিয়ে নিতাম। যাতে কেউ খুঁজে না পায়।
কোনোদিন চিটিং করতে গিয়ে ধরা পড়েছেন?
কখনও চিটিং করার প্রয়োজন হয়নি। তাই ধরাও খাইনি।
দরজা খুলে দেখলেন আপনার প্রেমিক অন্য কারও ঘনিষ্ঠ। কী করবেন?
দাঁড়িয়ে দেখব। এরপর তার একদিন তো আমার একদিন।
নিউজ ডেস্ক ।। আপডেট ৯:৪৯ পিএম,৩০ জুন ২০১৬,বৃহস্পতিবার
এইউ