চাঁদপুর বড় স্টেশন মাদ্রাসা রোডের লঞ্চ ঘাটে বিআই ডব্লিউটি’র একটি অকেজো যাত্রী বিশ্রামাগার ছিলো। প্রায় ২০ বছর পূর্বে বড়স্টেশন লঞ্চ ঘাটে পুলিশ ফাঁড়িটি নদীভাঙ্গনের কারণে স্থানান্তর করা হয়।
নৌ-পুলিশের থাকার মতো নির্ধারিত কোনো ব্রাক না থাকায় ওই স্থানটি একসময় নৌ-পুলিশ ফাঁড়িতে পরিণত হয়।
বর্তমানে এ ফাঁড়িতে উপপপরিদর্শক পদমর্যাদার দায়িত্বপ্রাপ্ত ইনর্চাজ ১জন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ৪ জন, এটিএসআই ১ জন ও ২১ জন কন্সটেবল রয়েছে।
এসব সদস্যরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্যে দিন অতিবাহিত করছেন। একটু বৃষ্টি বা ঝড় হলে ব্রাকে থাকা যায় না। চালের টিনগুলি জরাজীর্ণ ও দরজা-জানালার অধিকাংশই ভাঙা।
এ ব্যাপারে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম চাঁদপুর টাইমসকে জানান, ‘আমরা সারাদিন পরিশ্রমের পরে নিজেদের থাকার কক্ষে অবস্থানের করতে পারি না। বৃষ্টির পানিতে ব্রাকে থাকা কাপড়, ইউনিফর্ম মোবাইল ও প্রয়োজনীয় কাগজ পত্র প্রায়ই নষ্ট হয়ে যায়।’
নদী বন্দর চাঁদপুরের নিরাপত্তা ও নৌ পথের অপরাধ দমনে নিয়োজিত নৌ- পুলিশের থাকার স্থানটি মেরামত জরুরি।
প্রতিবেদক- মো. জাবেদ হোসেন