ভারত তথা সমগ্র ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের কন্যা তিনি। ছোটবেলা থেকেই তাই লাইম লাইটের ঝলকানির মধ্যেই বড় হয়ে ওঠা। শচীন ও অঞ্জলি টেন্ডুলকারের একমাত্র মেয়ে সারা এখন সপ্তদশী।
কিন্তু এরই মধ্যে তাঁর ফ্যাশন সেন্স থেকে বয়ফ্রেন্ড- সবই খবরের কাগজের পাতায় রীতিমতো আলোচিত। জেনে নিন সারা সম্বন্ধে এক গুচ্ছ তথ্য যা হয়ত আপনার অজানা।
১. বাবা শচীনের পাশে সারাও কিন্তু যথেষ্টই উজ্জ্বল। সোশাল মিডিয়া থেকে গ্ল্যামার ওয়ার্ল্ড সবক্ষেত্রেই যথেষ্ট সাবলীল সারা। বলা যায়, দেশের জনপ্রিয় স্টারকিডদের মধ্যে অন্যতম তিনি।
২. ইতিমধ্যেই ফেসবুকে নিজের ফ্যানক্লাব তৈরি হয়েছে সারার।
৩. ১৯৯৭-এর ১২ অক্টোবর জন্ম সারার। ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং শেষ করেন তিনি।
৪. গ্ল্যামার ওয়ার্ল্ডে ইতিমধ্যেই নিজের ফ্যাশন সচেতনতা নিয়ে যথেষ্ট পরিচিত শচীনকন্যা।
৫. শোনা যাচ্ছে, খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে সারা টেন্ডুলকারের।
৬. আমির খানের ‘দিল্লি বেলি’-র স্পেশাল স্ক্রিনিংয়ে অঞ্জলি আর সারাকে দেখতে পাওয়ার পর থেকেই সারার বলিউডে আগমন নিয়ে সরগরম হয় মিডিয়া।
৭. শোনা গিয়েছিল, শাহিদ কাপুরের বিপরীতেই প্রথম বড় পর্দায় মুখ দেখাবেন সারা।
৮. বয়স মাত্র ১৭ হলে কী হবে এরই মধ্যে প্রেম নিয়ে সোস্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচিত তিনি। শোনা গিয়েছিল, টিভি অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন সারা। তবে এই সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি তিনি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur