খুলনায় দীর্ঘ ১৬ বছর পর হারানো সন্তানকে ফিরে পেয়েছেন কিশোরগঞ্জের এক মা। মঙ্গলবার দুপুরে নগরীর মিয়াপাড়া এলাকার আবুল মিয়ার বাড়িতে প্রিয় সন্তানের সাক্ষাতে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
খুশিতে মেয়ে শিখা আক্তারকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা রহিমা বেগম। দীর্ঘদিন পর মা-মেয়ের এ সাক্ষাতকে কেন্দ্র করে আশপাশের বাসিন্দাদের মাঝেও আনন্দ নেমে আসে। ১৬ বছর আগে মেয়ে শিখাকে ঢাকার একটি বাসায় কাজ করতে পাঠান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রহিমা বেগম।
পরে নির্যাতনের শিকার হয়ে সেখান থেকে পালিয়ে খুলনার আবুল মিয়ার বাড়িতে কাজ নেয় শিখা। দীর্ঘদিন পর মানবাধিকার সংগঠন ও পুলিশের সহায়তায় মেয়েকে খুঁজে পেলেন রহিমা বেগম।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ এএম, ৩০ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur