চাঁদপুরের ফরিদগঞ্জ ও মতলব উপজেলার পৃথক দুটি স্থানে বুধবার (২৯ জুন) সড়ক দুর্ঘটনায় তিন শিশু গুরতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। মতলব উপজেলার ডাকঘর নামক স্থানে ও ফরিদগঞ্জ উপজেলার কালীর বাজারে দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চাদপুর সদর উপজেলার খেরুদিয়া গ্রামের দুলাল পাঠানের মেয়ে মীম আক্তার (১১) ও ইলিয়াছ মিয়ার শিশুকন্যা তানজিলা (৬) এবং ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের সুমন বেপারীর শিশুপুত্র শামীম (৮)
আহত মীম ও তানজিলার স্বজনরা জানায় তারা দুজন সর্ম্পকে মামাতো ফুফাতো বোন। বুধবার সকালে তারা দুজন রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। প্রথমে তানজিলা রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে চাঁদপুরগামী জৈনপুর বাসের ধাক্কায় গুরতর আহত হয়। তার কিছুক্ষন পরই একটি অটোবাইকের আঘাতে মীম আহত হন ।
অপরদিকে ফরিদগঞ্জঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের সুমন বেপারীর পুত্র শাশীম বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার পথে একটি বেপরোয়া সিএনজি স্কুটারের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরতর আহত হয়।
আহতের স্বজনরা খবর পেয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক