চাঁদপুর প্রেস ক্লাব ভবনের ২য় তলায় স্থানীয় একটি রেস্টুরেন্টে হাদিস ফাউন্ডেশন চাঁদপুর আহলে হাদীস বাংলাদেশ এর আয়োজনে মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১.৩০মিনিটে আলোচনা সভা ও বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সভাপতি শায়েখ মো. ছফিউল্লাহ।
তিনি বলেন, যে দন আল্লাহ তাঁর রাসূল (স.) মানুষকে ‘লা ইলাহা ইল্লাহর’ দাওয়াত দিয়েছিলেন তাতে সাবাই তার সত্রু হয়েছিল। আজকে আমরা বলছি ‘সকল বিধান বাতিল কর, অহির বিধান কায়েম কর। তাই আমাদের চারিদিকে শত্রু।’
সংগঠনের চাঁদপুর জেলার সভাপতি মো. আতাউল্লাহ শরিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হেমায়েত হোসেনের উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাইখ অধ্যাপক মো. জালাল উদ্দিন।
তিনি বলেন, ‘এদেশের একমাত্র সংস্কারবাদী আন্দোলন। এ জন্য আমাদেরকে কুরআন ও সহীহ হাদিস আলোকে সমাজ পরিবর্তনের দাওয়াতি কাজের কঠিন ঝুঁকি নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ মো.শফিকুল ইসলাম, সৌদি মোবাল্লিগ আ.ন.ম নুরুর রহমান মাদানী ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াক্কাছ আলি, রেদায়ান উল্যাহ, মামুন হাছান, হোসেন মো. রাসেল, আব্দুছ ছোবহান প্রমুখ।
ইফতার মাহফিলও আলোচনা সভায় চাঁদপুরের সকল থানা থেকে আহলেহাদীস আক্বীদার দ্বীনি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি।। আপডেট ১২:১৬ পিএম,২৮ জুন ২০১৬,মঙ্গলবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur